টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ছায়াবীথি প্রকাশনীর উদ্যোগে সাহিত্যপ্রেমীদের নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় ওই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুবকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারীনেত্রী হাজেরা সুলতানা এমপি। ছায়াবীথির সম্পাদক মন্ডলির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ফেরদৌস আলম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান, ভাসানী কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম শহীদ, মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার রবিউল আলম গেরিলা, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের (ঢাকা) সদস্য ডা. মো. কায়েম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ছায়াবীথির পরিচালক সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন, ছায়াবীথি প্রকাশনীর আজীবন সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল)। পরে ছায়াবীথি প্রকাশনীর সঙ্গীত একাডেমী শাখার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে দশটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


(আরকেপি/এসপি/জুলাই ০১, ২০১৭)