মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে কামরান নামে ৬ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।  সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের কাতার প্রবাসী কয়েছ মিয়ার শিশু পুত্র কামরানকে অপহরেণর পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মুঠোফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।   জানা গেছে গত ২৯ জুন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো কামরান তার বাড়ির পাশে খেলা করছিল । এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজ করে তাঁর ফিরে আসার খবর না পাওয়ায় পরিবারের সন্দেহ হয় অপহরণের। এরপরই শিশু কামরানের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার  বিকালে তার এক আত্মীয় মৌলভীবাজার মডেল থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

সূত্রে জানা গেছে পুলিশ যে নাম্বার থেকে অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ দাবি করেছিল সে নাম্বারের সূত্র ধরে তা শনাক্ত করতে ৩০ জুন শুক্রবার একই ইউনিয়নের ঘোরাখাল গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় এনআইডি কার্ডধারীর বাড়িতে গেলে দেখা যায় ঐ কার্ডধারী বয়স্ক ও বৃদ্ধা থাকায় পুলিশ তাকে আটক করেনি, এসময় ঐ বৃদ্ধা জানান অপহরণের বিষয়ে তিনি কিছুই জানেন না। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায় এনআইডি কার্ডধারী ব্যক্তির নাম, ঠিকানা সঠিক থাকলেও কার্ডের ছবির সাথে সিম রেজিস্ট্রেশন ফর্মের ছবির কোন মিল পাওয়া যায়নি। এ অবস্থায় কার্ডধারী ব্যক্তি বৃদ্ধা হওয়ায় পুলিশ তাৎক্ষনিক তাকে আটক করেনি।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) সোহেল আহম্মদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে কারণ, শিশুটির পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করলেও অভিযোগ করেছেন শিশুটির বাবার এক আতœীয় । তিনি জানান, প্রথমে তারা সাধারণ ডায়েরী করেছে, পরে আমার নির্দেশে মামলা দায়ের করে। তিনি আরো জানান, এ ঘটনায় শিশুটিকে উদ্ধারে আমরা টেকনোলজির সাহায্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(একে/এএস/জুলাই ০১, ২০১৭)