নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের সারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলম ও খোকন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, ঢাল, সুড়কি ও লাঠি নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে আলম গ্রুপের ১২ এবং খোকন গ্রুপের ৭ জন আহত হয়েছেন।

আহত রমজান শেখ (২০), জিল্লুর রহমান (২৪) আলি হোসেন (৩৫), লিটন সরদার (২৮), আব্দুল্লাহ (২০), ইমরানসহ (৩০) ১৯ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার এসআই প্রবীর দাস জানান, সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০২, ২০১৭)