স্টাফ রিপোর্টার : চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে ৫০ কোটি টাকার ওপরে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে প্রগতি লাইফের লাইফ ফান্ড হয়েছে ৪৮৬ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩৫ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড বেড়েছে ৫১ কোটি ৬৬ লাখ টাকা।

লাইফ ফান্ডের পাশাপাশি প্রগতি লাইফের লাইফ রেভিনিউও বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির লাইফ রেভিনিউ হয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল নয় কোটি ৩০ লাখ টাকা।

এদিকে, প্রগতি লাইফের পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ৮ শতংশ নগদ ও ১৭ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ওই এজিএম বিনিয়োকারীদের সম্মতিতে পাশ হবে।

এদিকে, কর্পোরেট ডিক্লারেশনের কারণে রোববার প্রগতি লাইফের শেয়ার লেনদেনে কোনো প্রাইজ লিমিট থাকবে না বলে জানিয়েছে ডিএসই।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৭)