সিলেট প্রতিনিধি : সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তিন-চার সেকেন্ড স্থায়ীত্বের ভূকম্পনে কেঁপে ওঠে বাড়িঘর। রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, সিলেট থেকে ২৮৩ কিলোমিটার দূরে ভারতের আসামে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়।

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সিলেটের বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুভব করতে পারেননি।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৭)