নিউজ ডেস্ক : বিশ্বের বেশ কয়েকটি দেশের তেলাপিয়া মাছে বিশেষ ধরনের এক ভাইরাস আক্রমণ করছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। ভাইরাসটির নাম ‘তেলাপিয়া লেক’। যা দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা-এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।

এফএও জানায়, এই ভাইরাসের কারণে তেলাপিয়ায় মড়ক দেখা দিচ্ছে। এ ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফোসকা পড়ে। এরা খাবার কম খায়।

এফএও আরো জানায়, বাংলাদেশ বিশ্বের চতুর্থ তেলাপিয়া উৎপাদনকারী দেশ। তাই দেশটি এই ভাইরাসের আক্রমণের শিকার হতে পারে। তবে এমন কোনো মাছ বাংলাদেশের কোনো খামারে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য অধিদফতর ।

মৎস্য অধিদফতর জানায়, অল্প জায়গায় বেশি মাছ চাষ করলে পরিবেশ দূষণের মাধ্যমে এ ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ করে।

মৎস্য অধিদফতরের হিসাব মতে, বাংলাদেশে প্রায় ৪ লাখ টন তেলাপিয়া উৎপাদিত হয়। দেশে উৎপাদিত মোট মাছের ১০ শতাংশই তেলাপিয়া মাছ।

(ওএস/এসপি/জুলাই ০২, ২০১৭)