পিরোজপুর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও প্রখ্যাত মুক্তিযোদ্ধা পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় চার দিন যাবৎ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনী অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ।

তার ছোট ভাই কামাল উদ্দিন জানান, মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় বীরের জন্য দোয়া কামনা করেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অসামান্য ভুমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিন আহমেদ।

১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে সেনাবাহিনীর মেজর হিসেবে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে জুলাই মাসে পাকিস্তান থেকে পালিয়ে এসে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন অঞ্চলের সাব সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।

(এআরবি/এসপি/জুলাই ০৩, ২০১৭)