নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যায় প্লাবিত মানুষের দুর্ভোগের অবসান না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে। তাদেরকে সব ধরনের খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হবে।

মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাধীপুর বাজারে বন্যা প্লাবিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নেছার আহমদ এসময় উপস্থিত ছিলেন।

মায়া বলেন, অকাল বন্যা ও পাহাড়ি ঢলে এলাকার মানুষ মার্চ মাস থেকে দুর্ভোগের শিকার হয়েছে। সরকারও তাদের সব ধরনের সহায়তা দিয়ে আসছে।

(ওএস/এএস/জুলাই ০৪, ২০১৭)