আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সুন্নী যোদ্ধারা জানিয়েছে যে তারা বাগদাদের উত্তরে দেশটির বৃহত্তম তেল শোধনাগারটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। গত ১০ দিন ধরেই বাইজি তেল শোধনাগারটি অবরুদ্ধ ছিল।

এর বেশিরভাগই ছিল সুন্নী যোদ্ধাদের নিয়ন্ত্রণে। সেখানে ইরাকি নিরাপত্তা বাহিনী বহু সদস্যকে অবরুদ্ধ করে রেখেছিল সুন্নী যোদ্ধারা।

বাইজি তেল শোধনাগারটি থেকে ইরাকের এক তৃতীয়াংশ পরিশোধিত তেল সরবরাহ করা হয়।

এটি সুন্নী যোদ্ধাদের দখলে যাওয়ার পর থেকে তেলের রেশনিং শুরু হয়েছে।

ইরাকের বৃহত্তম শহর মসুল, বাগদাদের উত্তর ও পশ্চিমের বিশাল এলাকা এখন সুন্নী যোদ্ধাদের দখলে।

তারা এখন হাদিথার একটি গুরুত্বপূর্ণ বাঁধ নিয়ন্ত্রণ করছে এবং সিরিয়া ও জর্ডানের সব সীমান্ত পারাপার দখল করে নিয়েছে।

সুন্নী যোদ্ধাদের একজন মুখপাত্র বলেছেন, সালাহউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগারটির পরিচালনার ভার স্থানীয় উপজাতীয়দের হাতে ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, বাগদাদ অভিমুখে তাদের জয়যাত্রা অব্যাহত থাকবে।

(ওএস/এস/জুন ২৪, ২০১৪)