ফেনী প্রতিনিধি : জেলার সোনাগাজীতে তুচ্ছ ঘটনার জেরে এক ঘুষিতে মো. নাছির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা নেওয়ার পথে সোনাগাজী সরকারি হাসপাতাল স্ট্যান্ডে এলাকায় তার মৃত্যু হয়।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (টিএসও) নুরুল আলম জানান, আজ বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি হাসপাতাল স্ট্যান্ড সংলগ্ন জাহান ফার্মেসির কর্মচারী এনামুল হক তুচ্ছ ঘটনার জেরে মো. নাছির উদ্দিনের বুকে এক ঘুষি দেয়। ঘুষির পরই ওই যুবক রাস্তায় কাঁত হয়ে পড়ে যান।

স্থানীয়রা নাছিরকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে দুপুরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

নাছির উদ্দিন চর গনেশ এলাকার বজলের রহমানের ছেলে ও অভিযুক্ত এনামুল তুলাতলি গ্রামের মফজল হকের ছেলে।

সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (টিএসও) নুরুল আলম আরো জানান, নাছির উদ্দিন হার্টের রোগী ছিলেন।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৭)