মঙ্গলবার ঢাকার দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- শাকিল শিকদার। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ ও ফোরকান। চার আসামির মধ্যে অপর আসামি খোকনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে খোকন পলাতক রয়েছেন। বাকি তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

নিহত আতিকুল ইসলাম আতিক এনটিভির ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছিলেন। ২০০৯ বছরের ১৩ ফেব্রুয়ারি রাত আটটার দিকে এনটিভি থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন।

পথে ঢাকা-টঙ্গী ডাইভারশন রোডের মগবাজার রেল ক্রসিংয়ের কাছাকাছি তালতলা গলির ভেতরে সন্ত্রাসীরা আতিকুল ইসলামকে পরপর দুটি গুলি করে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান আতিক।

ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু বকর সিদ্দিক বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(ওএস/এস/জুন ২৪, ২০১৪)