ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সরকারি কলেজে ইংরেজিসহ তিনটি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু, ভর্তিতে আসন সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে।

দুপুর ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ঝালকাঠি সরকারি কলেজে অনার্সে ইংরেজি, সমাজকল্যাণ ও অর্থনীতি বিষয় অনার্স ও মাস্টার্স এখনো চালু হয়নি।

৫০ জন শিক্ষকের স্থলে এই ২৫ শিক্ষক রয়েছেন।

তিনটি বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু, ভর্তিতে আসন সংখ্যা বৃদ্ধি এবং শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে দুপুরে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।

ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়।

(ওএস/এস/জুন ২৪, ২০১৪)