কুমিল্লা প্রতিনিধি : আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে কনডমের ভেতর ইয়াবা রেখে তা খেয়ে পেটের ভেতর রেখেও রক্ষা পায়নি ইয়াবা পাচারকারীরা। টেকনাফ থেকে রাজধাধানী ঢাকায় পাচারকালে দুই হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ।

বুধবার গভীর রাতে চৌদ্দগ্রামে দেশ ট্রাভেলস বাসের দুই যাত্রীকে আটক করার পর বিশেষ প্রক্রিয়ায় তাদের পেটের ভেতর থাকা প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ননের নোয়াখালী পাড়া এলাকার ইউনুছ মিয়ার ছেলে আমান উল্লাহ ও ইলিয়াস মিয়ার ছেলে রহমত উল্লাহ।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ট্রাভেলস বাসের দুই যাত্রীকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানান- তাদের পেটের ভেতরে এক হাজার ৯৫০ পিস ইয়াবা রয়েছে। পরে বৃহস্পতিবার সকালে কনডমে মোড়ানো এসব ইয়াবা পায়ু পথে বের করে মেথর দ্বারা উদ্ধার করা হয়।

আটকরা জানান, ২৫০ পিস করে ইয়াবা কনডমে ভরে তা গিলে পেটে ভরে নেয়া হয়। একজন ব্যক্তি প্রায় দুই হাজার পিস ইয়াবা গিলে পেটে ভড়ে পাচার করতে পারে। প্রতিদিনই টেকনাফ এলাকা থেকে প্রায় দুই শতাধিক যুবক এ পদ্ধতিতে ইয়াবা নিয়ে যাত্রী বেশে রাজধানী ঢাকা যাচ্ছে। পুলিশের তৎপরতার কারণে এভাবেই এখন ইয়াবা পাচার চলছে বলে জানিয়েছেন আটক পাচারকারীরা।

(ওএস/এসপি/জুলাই ০৬, ২০১৭)