নিউজ ডেস্ক : মাইক্রোসফট নকিয়ার মালিকানা কিনে নেওয়ার পর প্রথমবারের মতো বাজারে আনতে যাচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। নকিয়া এক্স-২ মডেলের এ ফোন আগামি মাসেই বাজারে পাওয়া যাবে।

মঙ্গলবার এক খবরে বিবিসি জানিয়েছে, নকিয়া এক্স-২ মডেলের স্মার্টফোনটি মাইক্রোসফটের ক্লাউড সুবিধাও সমর্থন করবে।

গত ফেব্রুয়ারিতে নকিয়া কিনে নেওয়ার পর মাইক্রোসফট নিজেদের উইন্ডোজ প্লাটফরমের বদলে এই প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আনছে।

ফোনটিতে ৪ দশমিক ৩ ইঞ্চির পর্দা ও ১ গিগাবাইট র‍্যামসহ নানা সুবিধা সযুক্ত হচ্ছে। এতে আরও থাকছে মাইক্রোসফটের নিজস্ব ভিডিও চ্যাটিং সার্ভিস স্কাইপ, ইমেইল সার্ভিস আউটলুক ও ইন্টারনেট স্টোরেজ সুবিধা ওয়ানড্রাইভ।

এছাড়া থাকবে সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা। তবে স্মার্টফোনটির হোমপেইজ থাকছে পূর্বসুরী নকিয়া এক্সের মতোই।

মাইক্রোসফট জানিয়েছে, ফোনটির দাম পড়বে ১৩৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে দশ হাজার টাকা।

(ওএস/এস/জুন ২৪, ২০১৪)