স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়ায় ‘নব্য জেএমবির’ চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশের একটি দল। এ সময় বেশকিছু জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- দুর্গাপুরের জয়কৃষ্ণপুর এলার ঈসার ছেলে আসলাম উদ্দিন (৩৭), খোদাবক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) জোয়াদ আলীর ছেলে বাবু হুজুর (২৮) এবং পুঠিয়ার ধাদাশ এলাকার আব্দুল হামিদের ছেলে আবুল কাশেম রোকন (৩৮)। রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষ্য, আটকরা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তৎকালীন জেএমবি প্রধান বাংলাভাইয়ের হাত ধরে জেএমবিতে জড়ান তারা। এলাকায় জেএমবির কর্মকাণ্ডেও অংশ নেন তারা। সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়ে গোপন তৎপরতা চালাচ্ছিলেন এ চারজন।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে কিছুই জানাতে পারেননি জেলার দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম। তবে জেলা পুলিশের অভিযানে একজনকে আটকের খবর পেয়েছেন বলে জানিয়েছেন পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)