জামালপুর প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বেড়ে জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথর্শী, চিনাডুলী, বেলগাছা, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে ছয়টি ইউনিয়নের অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত দুই দিনে যমুনার পানি ৬৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বর্তমানে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, যমুনার পানির তোড়ে ভেঙ্গে গেছে ইসলামপুরের উলিয়া হার্ডপয়েন্ট এলাকার যমুনা ভাঙন রোধ এমআরসি প্রকল্পের পাইলিং বাঁধ।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)