কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ঘাট এলাকা থেকে দুটি দেশীয় তৈরি বন্দুকসহ তিন জলদস্যুকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার বিকেল ৪টার দিকে কুতুবদিয়া থানার ওসির দেওয়া সংবাদের ভিত্তিতে সাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে এসব জলদস্যুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে কোস্টগার্ডের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের মুহুরি ঘোনা এলাকার মৃত বজল উদ্দিনের ছেলে দলিলুর রহমান, একই ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে নাজিম উদ্দিন ও পশ্চিম সুতুরিয়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. শাহাবুদ্দিন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, কুতুবদিয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়ার দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ওই তিন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৭, ২০১৭)