নিউজ ডেস্ক : বিশেষ জাতের উচ্চফলনশীল ধান হরিধানের আবিষ্কারক কৃষক হরিপদ কাপালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। তার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে মন্ত্রণালয়।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হরিপদ কাপালী ১৯৯৬ সালে উদ্ভাবন করেন নতুন ধানের জাত, তার নামের সাথে মিল রেখেই নামকরণ করা হয় হরিধান। পরে এ ধানের চাষ পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি কৃষিতে অনন্য অবদানের জন্য পেয়েছেন বিভিন্ন পর্যায়ের পুরস্কার ও সম্মাননা।

শ্রী হরিপদ কাপালি ছিলেন অত্যন্ত বিনয়ী, সাদা মনের সৃজনশীল আদর্শ কৃষক। গবেষণা পদ্ধতিতে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষিত না হয়েও তিনি নিজ উদ্যোগে ও সৃষ্টিশীল মননে ধানের একটি বিশেষ জাতের উদ্ভাবন করেন।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০১৭)