যেমন খুশি

কর্তা খুশি ভর্তা ভাতে
শিয়াল খুশি মুরগীতে,
দেশের টাকা খেয়ে গেলো
ভীনদেশী আর বর্গীতে।

গাধা খুশি খেটে-খেটে
কুত্তা খুশি হাড়ে,
হালটা ধরে মাঝি খুশি
মাল্লা খুশি দাঁড়ে।

কুলুর বলদ খুশি থাকে
ঘানির ঘোড়া টেনে,
বিড়াল খুশি শুটঁকী মাছে
ইঁদুর গুলো চেনে।

বাঁদর খুশি বাঁদরামীতে
বাঘটা খুশি হরিণে,
দেশের টাকা হচ্ছে পাচার
ও কথাতো ধরিনে!

গুন্ডা খুশি আন্ডা খেয়ে
ডান্ডা বেড়ী পেয়ে,
পেটুক খুশি দই সন্দেশ
মন্ডা মিঠাই খেয়ে।

নেতা খুশি মিথ্যা বলে
চাপাবাজির হাঁক,
জনগনের রক্ত চোষে
টাউটেরই ঝাঁক !