রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা জিন্নাত আলীসহ গ্রেফতার ১০ জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে রোববার দুপুরের পর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এরা হলেন- পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির শামশুল ইসলাম, বাউসা ইউনিয়ন সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী, স্থানীয় জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শনিবার সন্ধ্যায় নেতাদের নিয়ে বাড়ির পাশের মসজিদে নাশকতার গোপন বৈঠক করছিলেন চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। এ সময় অভিযান চলিয়ে মাওলানা জিন্নাত আলীসহ ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। রাতে এ নিয়ে বাঘা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামানিক বাদী হয়ে মামলা দায়ের করেন।

সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় ওই ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে। গ্রেফতারদের রোববার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেফতারের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা জিন্নাত আলী সাংবাদিকদের জানান, আসর নামাজ শেষে মসজিদে কোরআন হাদিস নিয়ে আলোচনা করছিলেন তারা। সেখানে কোনো নাশকতার গোপন বৈঠক হয়নি। এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেন তিনি।

(ওএস/এসপি/জুলাই ০৯, ২০১৭)