আহম্মদ ফিরোজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাংগী সেতুটি পদ্মা নদীর পানির তীব্র স্রোতে ধসে গেছে। ভোর ছয়টার দিকে বিকট শব্দে সেতুটির পূর্ব পাশের অংশটি ধসে যায়। ফলে ভোর থেকেই ফরিদপুর শহরের সাথে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা জানান, গোলডাংগী পুরাতন সেতুটির পাশে বড় একটি সেতুর নির্মান কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখটি বাশ, মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। ভোরে পানির তীব্র স্রোতে সেতুটি ধসে যায়। এছাড়া একটি মসজিদসহ কয়েকটি বাড়ি এখন হুমকির মুখে রয়েছে।

সেতুটি ধসে যাবার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান। নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। সেতুটি ধসে যাওয়ায় বিকল্প হিসাবে নৌকা দিয়ে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

(এফআই/এএস/জুলাই ০৯, ২০১৭)