হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে ‘ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান’ শনিবার রাতে সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবক একেএম শামীম আহমেদ। এ সময় বক্তব্য রাখেন সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান আশিক।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুদ মেহেদী, মোস্তফা, তামান্না, দেবী, হিমা, সবুজ, মমিন, সেলিম, বুলবুল, মতিয়ার। যন্ত্রে ও তবলায় সহযোগিতা করেন আকতারুজ্জামান খান মহব্বত, সুজয়, কি-বোর্ড- শামীম, প্যাডে- রফিকুল, মন্দিরায়- আব্দুল বারী, দোতরায়- সেতাউল। নৃত্য পরিবেশন করে- ফাহিম, মিমতা, ফাহিমা, প্রার্চী, অমিয়া আপন, অনন্যা, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন শাহ মুশফিকুর রহমান মন্ডা।

(এইচআইবি/এএস/জুলাই ০৯, ২০১৭)