লক্ষ্মীপুর প্রতিনিধি : মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. মহসিন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রবিবার রাত ৮টার দিকে উপজেলার আথাকরা বাজারে এ ঘটনা ঘটে। মহসিন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় নোয়াগাঁও ইউনিয়নের দেহলা গ্রামের মো. হোসেন লেদা ও মহিন ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই মহসিনকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুজ্জামান আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশির আহমেদ মানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় মহসিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে। অভিযুক্ত লেদা ও মহিন এলাকায় মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

(ওএস/এএস/জুলাই ১০, ২০১৭)