ধিক্কার


হাতে তোর শক্তি আছে
মাথায় আছে আইডিয়া,
মারতে পারিস ইচ্ছা মতো
সামনে যা পাস, তাই দিয়া।

ফসকে যেতে পারে লাঠি
হাত পানিতে ভিজাই নে,
ভিষন ভালো মারতে পারিস
অত্যাধুনিক ডিজাইনে।

উপর তলায় হয় তো তোর
ভরা মামা-খালুতে,
তাই কি মারিস বাউন্ডারি
কারো পায়ের তালুতে?

ওই তালুটা হয় তো আমার পোলার নয়
বিভৎস ওই দৃশ্য তবু ভোলার নয়।

তোর শরীরের রক্তকণা জানি না তো ঠিক কা’র?
তুই মানুষের বাচ্চা না, তোর জন্য ধিক্কার।