স্টাফ রিপোর্টার, রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুরে ডেকোরেটর ব্যাবসায়ী নূর নবীকে জবাই করে হত্যার ঘটনায় রসহ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে সোমবার রাতে খুনিদের আটক ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের দাবিতে শহরের কলেজ রোডে প্রতিবাদ করেছে ডেকরেটর ব্যবসায়ীরা। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবেদের জন্য সোমবার ৬ সংখ্যালঘু যুবককে আটক করলেও তিনজন আটকের কথা জানিয়েছে।

আটককৃতরা হলেন, শহরের ষ্ট্যান্ডার্ড সেলুন মালিক দেবীপুর গ্রামের নারায়ন দাসের পুত্র সজিব দাস, রাজিব দাস, কর্মচারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউয়ার বিজন দাসের ছেলে রনি, চাঁদপুরের শাহরাস্তির নঁওগা গ্রামের অতুল দাসের পুত্র সুজন, ফরিদগঞ্জের গুপ্তি এলাকার কেশব দাশের ছেলে নির্মল দাস ও দেবীপুর গ্রামের তপন দাসের পুত্র রাজিব।

জানা যায়, সোমবার দুপুরে শহরের রেজিষ্ট্রি অফিস সংলগ্ন আমিন কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে নূর নবী নামে এক ডেকরেটর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর নবী ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আমিন উদ্দীন তফাদার বাড়ীর মৃত ইউনুস মিয়ার ছেলে।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যা কান্ডের কারণ জানাযায়নি তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শ্রিগ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

(পিকেআর/এসপি/জুলাই ১১, ২০১৭)