স্টাফ রিপোর্টার : ইয়াবা দিয়ে আটকের পর মাদক মামলায় গ্রেফতার দেখানো দৈনিক অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদের মুক্তির দাবিতে আগামীকাল বুধবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

একইসঙ্গে বিতর্কিত ৫৭ ধারা বাতিল এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন নয় বলেও দাবি তোলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

গত ২৭ জুন রাজধানীর শান্তিনগর থেকে পকেটে ইয়াবা দিয়ে ফটোসাংবাদিক আশিককে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। এ ঘটনার পর থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মর্সূচি পালন করছেন সাংবাদিকরা।

(ওএস/এসপি/জুলাই ১১, ২০১৭)