স্টাফ রিপোর্টার, রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুরে ডেকোরেটর ব্যাবসায়ী নূর নবীকে (৩৮) গলা কেটে হত্যার ঘটনায় ঘাতকদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা।  বুধবার সকালে শহরের কলেজ রোডে স্থানীয় একটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় নেতারা নিহত ব্যবসায়ীর পরিবারকে আর্থিক অনুদানসহ আজীবন সদস্য হিসেবে রাখান ঘোষনা দেন।

এসময় সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটি পুলিশিং সেলের পৌর সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি আব্দুল মান্নান মুন্সি, সম্পাদক সোহেল আলম ও থানার উপপরিদর্শক মোজাম্মেল প্রমুখ। এসময় সংগঠনের ৪২ জন মালিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন. হত্যার ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অতিদ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শহরের রেজিষ্ট্রি অফিস সংলগ্ন আমিন কমপ্লেক্সের ভাড়া বাসা থেকে নূর নবী নামে এক ডেকরেটর ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নূর নবী ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আমিন উদ্দীন তফাদার বাড়ীর মৃত ইউনুস মিয়ার ছেলে।

(পিকেআর/এসপি/জুলাই ১২, ২০১৭)