প্রদীপ কুমার রায়, রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর-হায়দরগঞ্জ ১২ কিলোমিটার সড়ক। দীর্ঘ ৭ বছর ব্যস্ততম এ সড়কটি খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দেয়। পরে গত বছরের শেষের দিকে সড়কটি সংস্কারের জন্য ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৮৯ টাকায় ব্যায়ে সড়কের কাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু ৯ মাস অতিবাহিত  হতে চললেও নিন্মমানের কংকর দিয়ে অনিয়মের মধ্যে দিয়ে ধীর গতিতে হায়দরগঞ্জ থেকে ৪ কিলোমিটার কাজ শেষ করলেও শ্রমিকদের মজুরী নিয়ে ঠিকাদারের দন্ধ থাকায় গত এক মাস দিন কাজ বন্ধ রয়েছে। ফলে ওই সড়ক দিয়ে পরিবহন চালকদের যাতায়াত ও চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়াও পৌরসভার ৬টি সড়ক যেমন ভাঙ্গা ও বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে আরো করুন দশা সৃষ্টি হয়েছে। শহরে ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় পৌরবাসী করুন অবস্থায় বসব বসবাসের সাথে জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়পুর অফিস সূত্রে জানা যায় , ২০১৬-১৭ অর্থ বছরের শুরুতে রায়পুর-হায়দরগঞ্জ ১২ কি.মি সড়কটি মেরামতের জন্য আরটিআইপি-২ প্রকল্পের আওতায় এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয় থেকে দরপত্র আহবান করা হয়। ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৮৯ টাকায় মোঃ ফরহাদ হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান হাছান রূপালী জেবি কাজটি পায়। গত বছরের ১ সেপ্টেম্বর ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও কাজ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি। এ কাজটি চলতি বছরের ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজও করেনি।

কয়েকজন জনপ্রতিনিধি, শিক্ষক ও গাড়ির চালক জানান, গত ৭ বছরে হায়দরগঞ্জ-রায়পুর সড়কটি অবস্থা খুবই বেহাল। প্রতিদিনই যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় এ অঞ্চলের অর্থকারী ফসল সয়াবিন, সুপারী, নারিকেল এ সড়ক দিয়ে কৃষি পন্য বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না তেমনী মানুষের দুর্ভোগ চরমে পৌঁচেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হাছান রূপালী জেবি মালিক ফরহাদ হোসেনের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সব কন্ট্রাকটার আরমান হোসেন, আনিসুল হক ও নাজিম উদ্দিন জানান, সড়ক সংস্কার কাজে কোন অনিয়ম, দুর্ণীতি ও নিন্মমানের কংকর দেওয়া হয় না। সঠিক কার্যাদেশ অনুযায়ী সংস্কার কাজ করা হচ্ছে। বৃষ্টির কারনে গত কয়েকদিন কাজ বন্ধ রয়েছে।

পৌরসভার মেয়র ইসমাইল খোকন জানান, রায়পুর থানার মোড় থেকে (পৌরসভার দু'কি,মি,) হায়দরগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কি,মি, সড়কটি বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির তত্ত্বাবধানে সাড়ে চার কোটি টাকা ব্যায়ে কাজ চলছে । ঈদ উপলক্ষে পৌরসভার অংশের সড়কটির কিছু কাজ করে দেওয়া হয়েছে। ড্রেনেজের কাজও হাতে নেয়া হয়েছে ।

উপজেলা এলজিইডি প্রকৌশলি আক্তার হোসেন ভুঁইয়া বলেন, ওই সড়কের ১২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটারের কাজ সম্পূর্ন হয়েছে। দ্রুত কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ করতে ঠিকাদারকে বলা হয়েছে । শ্রমিকের মজুরি নিয়ে ঠিকাদারের সাথে দন্ধ লেগে কাজ বন্ধ থাকলে সেটা আমার দেখার বিষয় না।

উল্লেখ্য, উপজেলার হাইমচর বেড়ী বাঁধ সড়ক, কাজির দিঘীর পাড় সড়ক, পীর ফয়জুল্লাহ সড়ক, গাজীনগর সড়ক, ল্যাড়াংবাজার-পানপাড়া সড়ক, রাষ্ট্রপতি মোহাম্মদ উল্যা সড়ক, রুস্তম আলী ডিগ্রী কলেজ সড়ক, সহকারী পুলিশ সুপারের কার্যালয় সড়ক, টিসি রোড সহ প্রায় সড়কগুলোরই অবস্থা করুন।



(পিকেআর/এসপি/জুলাই ১২, ২০১৭)