মোস্তাফিজ নোমান, ত্রিশাল : দৃষ্টি নন্দন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দু‘পাশে কৃষ্ণচুড়ার চাড়া রোপনের মাধ্যমে সৌন্দর্য বর্ধন ও সবুজ ত্রিশাল গড়ার অংশ হিসেবে  বৃক্ষ রোপন কর্মসূচি বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে।  ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশের ২০ কিলোমিটার জুড়ে প্রায় তিনহাজার এ চারা রোপন করা হবে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু‘পাশে প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতে সবুজ ত্রিশাল গড়ার লক্ষে ধারাবাহিক এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

উদ্বোধনী দিনে উপজেলার ভালুকা সীমান্ত থেকে আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকায় মহাসড়কের দু‘পাশে ৫শত কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের করা হয়। যা পর্যায়ক্রমে উপজেলা ত্রিশাল ইউনিয়ন, মঠবাড়ী ইউনিয়ন, বইলর ইউনিয়নের সদর উপজেলার চুড়খাই বাজার পর্যন্ত বিস্তৃত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল ও আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো সহ অনেকেই উপস্থিত ছিলেন। সবুজ ত্রিশাল গড়ার ঢাকে সাড়া দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি,গনমান্য ব্যক্তিদের সাথে ক্লিন ময়মনসিংহ নামের একটি সংগঠন সেচ্ছাশ্রম দিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভু্ট্টো জানান, সবুজ ত্রিশাল গড়ার অংশ হিসেবে গতবছরে তিন লক্ষ পাচ হাজার চাড়া শিক্ষার্থীদের বিতরন করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদে সর্বস্তরের সুধীজনকে নিয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে সৌন্দর্য বর্ধন ও বৃক্ষ রোপনের প্রতি গুরুত্ব দিয়ে কৃষ্ণচুড়ার চাড়া রোপনের উদ্যোগ নেয়া হয়। ত্রিশাল অংশের ভালুকা সীমান্ত থেকে আমিরাবাড়ী ইউনিয়নের পুরো রাস্তা জুড়ে এ গাছ রোপন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারা সংগ্রহ আমি চাড়াগুলো উপজেলা প্রশাসনকে উপহার দেয়।

সড়ক ও জনপথের মযমনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ বলেন বর্তমান সরকারের উন্নয়নের এ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে কৃষ্ণচুড়ার চারা রোপনের মাধ্যমে একদিকে যেমন সৌন্দর্য বর্ধন হবে ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের উপরের যে গুরুত্ব প্রদান করেছেন তা বাস্তবায়ন হবে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে সফল করতে আমরা সর্বাত্বক কাজ করে যাচ্ছি।

ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন থেকে গত বছর শিক্ষার্থীদের মাঝে তিন লক্ষ পাচ হাজার চারা বিতরনের সফলতা আমরা পেয়েছি। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেয়া হয় ব্যতিক্রমধর্মী কৃষ্ণচুড়ার চারা রোপনের উদ্যোগ। উপজেলা ২০ কিলোমিটার জায়গা জুড়ে দৃষ্টিনন্দন এ গাছে সুবিধা আগামী ১০বছর ত্রিশালবাসী ভোগ করবে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, মহাসড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আজ সড়কের দুপাশে ৫ শতাধিক কৃঞ্চচূড়া গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে ত্রিশালের সীমানা পর্যন্ত বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহত থাকবে। সবুজ ত্রিশাল গড়ার লক্ষে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন স্থান হিসেবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাংলাদেশের বুকে স্থান পাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিদের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন সড়কের দুপাশে চারা রোপনের মাধ্যমে এ কার্যক্রম অব্যহত থাকবে

(এমএন/এএস/জুলাই ১২, ২০১৭)