স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ শতাংশ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য কর্তনের সিদ্ধান্ত প্রতাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

এছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ-শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান তিনি।

সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান বলেন, আমরা দেখেছি পরিবহন শ্রমিকরা কোনো দাবি নিয়ে আন্দোলন করলে মন্ত্রীরা তাদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু মানুষ গড়ার কারিগর শিক্ষকরা কোনো দাবি করলে শিক্ষামন্ত্রীর কোনো দেখা পাওয়া যায় না। এই প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়ালের সভাপতিত্বে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, আবদুল খালেক, শাহে আলম প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ১৩, ২০১৭)