চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে দুধের সঙ্গে কীটনাশক বিষ মিশিয়ে শ্বশুড়কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, সোমবার (১০ জুলাই) দুপুরের খাবারের পর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব লাল মাহমুদকে (৬৫) এক গ্লাস গরম দুধ খেতে দেন তার বড় ছেলে বাকপ্রতিবন্ধী আমিরুলের স্ত্রী শাহনাজ পারভীন। অল্প কিছু দুধ খাওয়ার পর দুধে বিষের গন্ধ পান লাল মাহমুদ এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসা শেষে বুধবার লাল মাহমুদকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুত্রবধূ শাহানাজ পারভীনকে অভিযুক্ত করে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শ্বশুড় লাল মাহমুদ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

(এসএইচএম/এসপি/জুলাই ১৩, ২০১৭)