হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামের বন্যার্তদের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাল বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।

এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান রাজা উপস্থিত ছিলেন। ওই গ্রামের বানভাসী ৩শ’ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে বর্তমান সরকার সব সময় ছিল, এখনও আছে। বানভাসীদের কাউকেই বর্তমান সরকার অভূক্ত রাখবে না। বানের পানি নেমে যাওয়া পর্যন্ত বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে চাল ও শুকনো খাবার ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। বন্যার পানি নেমে যাওয়ার পর প্রয়োজনে দুর্গতদের ঘুরে দাড়ানোর জন্য আরো সহযোগিতা করা হবে।

(এইচআইবি/এএস/জুলাই ১৩, ২০১৭)