কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা-নোমরহাট এবং লোন্দা-কালু মিয়ার বাজারসহ কলেজ বাজার সড়ক তিনটির এখন চরম বেহালদশা। রাস্তার সিলকোট উঠে গেছে। হাটু সমান কাদা ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। ছোট যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হাটাচলা করাও এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে অসহায় ও ভুক্তভোগী গ্রামবাসীরা কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় বিধ্বস্ত দশার সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন।

মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন গাজী রাইসুল ইসলাম রাজীব। বক্তব্য রাখেন, শুক্কুর আলী মৃধা, ইউপি মেম্বার বজলুর রহমান, চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা, ছাত্রনেতা মাসুম বিল্লাহ, সজল মিয়া, জয়নাল মৃধা, কৃষক জলিল মৃধা, শিক্ষক আতাহার উদ্দিন বিশ্বাস প্রমুখ।

বক্তারা জানান, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে চলাচলের প্রধান ১৯ কিলোমিটার সড়ক সম্পুর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। সিলকোট উঠে এখন খানাখন্দে একাকার হওয়ায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বর্তমানে এ সড়কগুলো বিধ্বস্ত হওয়ায় চারটি প্রাইমারি স্কুল, একটি কলেজসহ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের যাওয়া-আসা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সীমাহীন এ দুর্ভোগ থেকে মানুষ পরিত্রাণ চেয়ে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

(এমকেআর/এএস/জুলাই ১৩, ২০১৭)