কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগ নেতা অভি গাজী হত্যা মামলার ১৫ আসামীকে আদালত জেল হাজতে পাঠিয়েছে। এ মামলার আসামী কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস উদ্দিনসহ ১৫ জন বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।

বিজ্ঞ আদালত সকল আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। অন্য আসামীরা হলেন গাজী শামিম, গাজী রুবেল, গাজী নিয়াজ, জিসান, সোহেল, হুমায়ুন, বাপ্পি, জাহিদ, সাহেল, শাহাবুদ্দিন, প্রিন্স, মোস্তাক গাজী, মিঠু রাঢ়ী ও সোহেল রাঢ়ী।

উল্লেখ্য গত ১ মে সন্ধ্যায় অভি গাজীকে কলাপাড়া পৌর শহরের সিকদার সড়কে নৃশংসভাবে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। ওই রাতে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। নিহতের বাবা কবির গাজী এ ঘটনায় গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে প্রধান আসামি করে আরও ২১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা আওয়ামী লীগ নেতা কবির গাজী।

(এমকেআর/এএস/জুলাই ১৩, ২০১৭)