কর্ম ফলে

আপন লোকও পর হয়যে
নজিরে র্কম গুনে,
জ্ঞানী লোকরে জ্ঞানী কথা
তিক্তো লাগে শুনে ।

কর্ম গুনে কোলের ছেলে
হতে পারে পর,
মায়ার বাঁধন ছিন্ন করে
বাধে অন্যে ঘর।

কর্মতো মস্ত বড়
একটু ভেবে দেখো,
কর্ম মাঝে সবই পাবে
ঠেকলে পরে শেখো।

কর্ম গুনে ধর্ম মেলে
দর্ম মাঝে বল,
নিরিবিলি ভেবে দেখো
আসবে চোখে জল।

কর্ম করে কপাল খোলে
কর্মে দেবে পাপ,
কর্ম গুনে স্বর্গ মেলে
কর্মে হবে মাফ।