জামালপুর প্রতিনিধি : ভারত থেকে দল বেঁধে নেমে আসা বন্যহাতির তাণ্ডবে জামালপুরে বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানিপাড়ায় ১০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বাড়িঘর রক্ষা করতে গিয়ে আহত হয়েছে ৫ জন।

গুরুতর আহতদের মধ্যে নূরজাহানকে আজ শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল সাতানিপাড়ায় গত বৃহস্পতিবার রাতভর তাণ্ডব চালায় বন্যহাতির দল। বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ভারতের ওপার থেকে নেমে আসা বন্যহাতির দল বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে সাতানিপাড়ায় তাণ্ডব চালায়। গাছপালা উপড়িয়ে ফসল মাড়িয়ে একপর্যায়ে বাড়িঘরেও ভাঙচুর চালায়।

হাতিদলের তাণ্ডবে মুক্তিযোদ্ধা নূর ইসলাম, নূরজাহান, মোখলেছ, স্বাধীন, জরিপ উদ্দিন, মজল হক, হাফিজুল, খাদাল মিয়া, আছিয়ার বাড়িঘর বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বাড়িঘরে হানা দিয়ে গোলায় সংরক্ষিত সমস্ত ধান খেয়ে সাবার করে ফেলে এই বন্যহাতির দল। তাণ্ডবের সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে নূরজাহান (৪৫) গুরুতর আহত হয়। নূরজাহানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে এবং আহত অপর ৪ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০১৭)