স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হওয়ার পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ইতালির কোচ চেজারে প্রানদেল্লি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলন করে প্রানদেল্লি পদত্যাগের ঘোষণা দেন।

এসময় তিনি ক্লাদিও মারচিশিওকে লাল কার্ড দেওয়ায় সমালোচনা করে বলেন, ম্যাচের সেই সময়ে লাল কার্ড দেওয়ার কোন প্রয়োজনই ছিল না। লাল কার্ড দেওয়াতেই পুরো ম্যাচ পাল্টে যায়। আমার সব পরিকল্পনা ভেস্তে যায়।

উল্লেখ্য, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর মার্সেলো লিপ্পির পরিবর্তে বুফন-পিরলোদের দায়িত্ব নেন প্রানদেল্লি।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)