আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে রেলপথের জন্য নির্মাণাধীন একটি সেতু ধসে ৬ বাংলাদেশি শ্রমিকসহ অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। নিহত হয়েছেন এক চীনা শ্রমিক।

শুক্রবার সকালে প্যান-আইল্যান্ডে এক্সপ্রেসওয়ের কাছে ওই সেতুর অংশবিশেষ হঠাৎ ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় ভূমি ও পরিবহন কর্তৃপক্ষ।

এদিকে, আহতদের মধ্যে ছয় বাংলাদেশি থাকলেও তাদের পরিচয় জানা যায়নি। আহত অন্যদের একজন ভারতীয় ও বাকিরা চীনা নাগরিক।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)