রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শনিবার সকাল ৯টার দিকে পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গতকাল শুক্রবার থেকে পদ্মায় পানি অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে জেলার অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চাল প্লাবিত হতে শুরু করেছে।

বিগত এক সপ্তাহে দেশের বিভিন্ন নদীতে পাহড়ি ঢল ও বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও গতকাল থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার অসংখ্য মানুষ।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)