মাদারীপুর প্রতিনিধি : সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে বিএনপি যে দাবি করে আসছে, তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শনিবার সকালে মাদারীপুর শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলো ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের ভোট বর্জন করে। এখন বিএনপি আর সেই দাবি তুলে ধরছে না তারা। তবে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেয়া হবে-গত বছরের অক্টোবরে খালেদা জিয়ার এমন ঘোষণার পর থেকে নির্বাচনের সময় বিএনপি নির্বাচন কমিশনকে সহায়তা করতে সহায়ক সরকারের দাবি তুলে ধরছেন। গত অক্টোবরে এই সরকারের ধারণার কথা বললেও এখনো তার রূপরেখা দেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শাজাহান খান বলেন, খালেদা জিয়ার দাবি করা সহায়ক সরকারের রূপরেখা যদি আগের তত্ত্বাবধায়ক সরকারের মত হয়, তাহলে তা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।

এ সময় বন্যায় ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোহম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বাচ্চু প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ১৫, ২০১৭)