হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে ৩৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করলেন ইউএনও জাকির হোসেন।

শনিবার সকালে ভ্রামম্যান আদালত পরিচালনা করে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবৈধ ভাবে বেদখল হওয়া ৩৩টি স্থাপনা ভাংচুর করে দখল মুক্ত করা হয়।

জানা যায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সম্প্রতি দখলদারী ব্যক্তিদেরকে স্থাপনা সরানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে ভ্রামম্যাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ কাদের ,আদালতের পেশকার রুকুনোজ্জামান, নায়েব ভজন বিহারিসহ হালুয়াঘাট থানা পুলিশ।

(জেসিজি/এএস/জুলাই ১৫, ২০১৭)