হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গোবিন্দেগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে আদিবাসী সাঁওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত, আদিবাসী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবিতে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাবেশে ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. জেড.আই খান পান্না, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ডাঃ দিবালোক সিংহ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আইইডি’র সমন্বয়ক জ্যোতি চট্টপাধ্যায়সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সচিব হাফিজ আদনান রিয়াদ, জয়নাল আবেদিন মুকুল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, প্রবীর চক্রবর্তী, আদিবাসী প্রিসিলা মুর্মু, ভিমপল্লী ডেভিড রাজু, আদিবাসী যুব পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খগেন্দ্র হাজং, শাহ্-ই-মবিন জিন্নাহ্ প্রমুখ।

বক্তারা সাঁওতালদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। এছাড়া আদিবাসী সাঁওতালপল্লীতে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং গুলি করে নিহত ও গুরুতর আহত করার সাথে জড়িত উস্কানীদাতাদের শাস্তি এবং নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়।

(এইচআইবি/এএস/জুলাই ১৫, ২০১৭)