মাগুরা প্রতিনিধি : অচিরেই ফরিদপুরের মধুখালি থেকে মাগুরার রামনগর পর্যন্ত ২৩ কিলোমিটার রেল লাইনের সম্ভাব্যতা যাচাই, রুটনির্ধারণসহ আনুষ্ঠাঙ্গিক কাজ শেষে হবে। অচিরেই রেলপথ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন এর মধ্য দিয়ে মাগুরা বাসির স্বপ্নের রেল সংযোগের বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা পূরণ হবে। মাগুরায় রেল সংযোগ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সদরের রামনগরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিকেল ৫টায় জেলা আওয়ামি লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, রোস্তম আলী, এ্যাড সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত এ্যাড. সাইফুজ্জামান শিখরসহ অন্যরা।

গত ২১ মার্চ প্রধানমন্ত্রী মাগুরা সফরের সময় এ রেলপথ তৈরির ঘোষণা দেন।

(ডিসি/এএস/জুলাই ১৫, ২০১৭)