স্টাফ রিপোর্টার, রায়পুর :  রায়পুরে বিন্দনীয় পেশা ভিক্ষাবৃত্তি বন্ধ ও ভিক্ষুকমুক্ত করায় এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়। উপজেলায় ভিক্ষুকের সংখ্যা জানাতে ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে স্থানীয় ভিক্ষুকদের নিয়ে মতবিনিময় সভা শুরু করেছেন। গত শনিবার ও রবিবার দুইদিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মতবিনিময় সভা করে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে। পর্যায়ক্রমে পৌর শহরসহ ১০টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করে সরকারের কাছ থেকে তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিবেন বলে জানান ইউএনও।

সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. ইউসুফ জালাল কিছমতসহ আরও ৫ থকে ৬ জন চেয়ারম্যান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ভিক্ষুকদের মধ্যে যারা যে কাজের উপযুক্ত তাদের সেই কাজের ব্যবস্থা করতে পারলে ভালো হবে। এ ছাড়া যেসব মানসিক প্রতিবন্ধী রাস্তায় ঘোরাঘুরি করে, তাদের চিকিৎসার ব্যবস্থা করলে আরও ভালো হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, ভিক্ষাবৃত্তি অসম্মানজনক পেশা। তারা পরিবার-সমাজ ও দেশের সম্মান নষ্ট করছে। এর অবসান হওয়া উচিত। ডিসি স্যারের নির্দেশে এ লক্ষ্যে রায়পুরে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি নিরসন ও ভিক্ষুকদের পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেছে। সরকার অগ্রাধিকারভিত্তিতে ভিক্ষাবৃত্তি নিরসনের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য কাজ করার নির্দেশ রয়েছে।

(পিকেআর/এসপি/জুলাই ১৬, ২০১৭)