বরগুনা প্রতিনিধি : গত মঙ্গলবার গভীর রাতে বরগুনার তালতলীর সকিনা থেকে ১৮ কিলোমিটার দক্ষিন বঙ্গোপসাগরে শহিদুল ইসলামের মালিকাধীন একটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা ট্রলারের জাল ও মাছসহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই ট্রলারের মাঝি মোস্তফাকে (৩৫) অপহরণ করে নিয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে তালতলী থেকে ১৮ কিলোমিটার দক্ষিনে বঙ্গোপসাগরে নিদ্রাছকিনার চর সংলগ্ন এলাকায় ট্রলারটি খুটা জাল ফেলে মাছ ধরছিল। গভীর রাতে ১৫/২০ জনের এক সংঘবদ্ধ জলদস্যু আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে একটি ট্রলারে করে ওই জেলে ট্রলারের উপর হামলা চালায়। জলদস্যুরা ট্রলারের জাল ও মাছসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলারের মাঝি মোস্তফাকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে যায়।
ঐ ট্রলারের কয়েকজন জেলেরা জানান, জলদস্যু জাহাংগীর বাহিনীকে ২০ হাজার টাকা দিয়ে কার্ড করে সাগরে মাছ ধরলে আর কোন জেলেকে নির্যাতন ও অপহরণ করা হবে না বলে জলদস্যুরা জানান। অপহৃত মোস্তফার বাড়ি তালতলী উপজেলার নিদ্রারচর গ্রামে।
(এমএইচ/এএস/জুন ২৫, ২০১৪)