গাইবান্ধা প্রতিনিধি : সারাদেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদী কোর্স চালু রাখার দাবিতে রবিবার গাইবান্ধা শহরের ভিএইড রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের পাওয়ার টেকনোলজির মো. দিদারুল ইসলাম নিশাদ, মো. আহমেদ তোহা হৃদয়, ইলেকট্রিক্যাল টেকনোলজির শুভ মিয়া, রাসেল মিয়া, ফাহিম আকন্দ প্রমুখ।

বক্তারা দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদী কোর্স চালু রাখার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

(ওএস/এসপি/জুলাই ১৬, ২০১৭)