নওগাঁ প্রতিনিধি :  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, নির্ভুল ভোটার তালিকা দেশের সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের পূর্বশর্ত। তাই বর্তমান সরকার দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুরু করেছেন।

বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/১৪ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি বলেন, যাদের বয়স ১৮ বছর হবে, তাদের সকলকে ভোটার করা হবে। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কোন কিছুই বিভেদ থাকবেনা। সকলকে সমান অধিকারে ভোটার তালিকার অন্তর্ভূক্ত করা হবে। একটি ভোট বা ভোটারের কত মূল্য তা সাধারন ভোটারদের বুঝিয়ে তাদের সচেতন করে তুলতে হবে। নওগাঁ জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাস চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মতবিনিময় সভায় সদরের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।
(বিএম/এএস/জুন ২৫, ২০১৪)