রাজন্য রুহানি, জামালপুর: মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের একটি দোকান থেকে সরকারি বস্তায় ভরা ৫০ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ড. কামরুজ্জামানের নেতৃত্বে এই চাল জব্দ করা হয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে চোরাই চালের ব্যবসা করে আসছে জালাল। সিধুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সখ্যতায় দীর্ঘদিন থেকে এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ করেছেন। অভিযান চলাকালে জালাল পালিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, চাল জব্দের খবর পেয়েছি। কিন্তু এ ঘটনায় এখন পযর্ন্ত কোনো মামলা হয়নি।

(আরআর/এএস/জুলাই ১৬, ২০১৭)