স্টাফ রিপোর্টার : বেসরকারি হাসপাতালগুলোতে মানবদেহে অঙ্গ-প্রতঙ্গ সংযোজন করতে সরকারের অনুমতির বাধ্যবাধকতা আরোপ হচ্ছে। এই ধরনের বিধান রেখে একটি আইনের খড়সায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আইনটি পাসের জন্য সংসদে তোলা হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমতি দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আশরাফ শামীম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত কয়েক বছর ধরে বিশেষ করে কিডনি সংযোজন নিয়ে তোলপাড় হয়েছে দেশে। গ্রামের নিম্ন আয়ের মানুষদের প্রলোভন দেখিয়ে অল্প টাকার বিনিময়ে তাদের কাছ থেকে কিডনি নেয়ার একাধিক প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। পরে কিডনিদাতারা দুর্দশায় পড়লেও তাদের পাশে দাঁড়ায়নি কেউ। এই প্রেক্ষিতে এই আইনটি করা হচ্ছে। এর শিরোনাম করা হয়েছে ‘মানবদেহে অঙ্গ-প্রতঙ্গ সংযোজন (সংশোধন) আইন, ২০১৭'।

(ওএস/এসপি/জুলাই ১৭, ২০১৭)