আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন এই ধনকুবের। ডেমোক্রেট দল থেকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে একজন ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ১৯৪৬ সালের ১৪ জুন নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ৭১ বছর। এই বয়সে অনেকেই কাজ থেকে অবসর নেন। অথচ বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প।

ব্যক্তিজীবনে তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই প্রেসিডেন্ট। তার প্রথম স্ত্রীর নাম ইভানা ট্রাম্প। ১৯৭৭ সালে বিয়ে এবং ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৯৯৩ সালে মারলা ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। মাত্র ছয় বছর মারলার সঙ্গে সংসার করেছেন ট্রাম্প।

২০০৫ সালে মার্কিন মডেল মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর দেশটির নতুন ফার্স্ট লেডি হন মেলানিয়া।

ডোনাল্ড ট্রাম্প দেশটির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি বয়সে দেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ট্রাম্পের মোট সম্পত্তি ৩ দশমিক ৫ বিলিয়ন।

(ওএস/এসপি/জুলাই ১৭, ২০১৭)